প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
লালমাই উপজেলা ইউএনও'র সাথে কুমিলা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াছিন আরাফাতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক।।
লালমাই উপজেলার ইউএনও হিমাদ্রী খীসা ও লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এর
সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লা-১০ নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত। এসময় লালমাই উপজেলার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন তিনি।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে লালমাই উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার শিফা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মাওলানা ইয়াছিন আরাফাত লালমাই উপজেলার সামগ্রিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা-স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় করেন। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “লালমাইকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে উন্নয়ন হলে জনগণের জীবনমান পরিবর্তন হবে।”
প্রশাসনের পক্ষ থেকে লালমাইয়ের উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক ও ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মু. গোলাম সরওয়ার মজুমদার কামাল, উপজেলা আমীর মাওলানা আব্দুন নূর, সেক্রেটারি মু. ইমাম হোসেনসহ উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম